- সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি (৩০০*৩০০পিক্সেল)।
- এস. এস. সি’র সনদপত্রের স্ক্যান কপি।
স্নাতক/স্নাতকোত্তর/এমবিবিএস/বিডিএস এর সাময়িক সনদ উত্তোলন করা থাকলে তার স্ক্যান কপি।
- সাময়িক সনদ উত্তোলন করা থাকলে তার স্ক্যান কপি।
- সাময়িক সনদ উত্তোলন করা না থাকলে সেক্ষেত্রে হিসাব বিভাগের ক্লিয়ারেন্স এর স্ক্যান কপি।
- তৃতীয় সমাবর্তনের পর ডিগ্রিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন তাঁদের ক্ষেত্রে মূল সনদের স্ক্যান কপি।
গাইডলাইন
১। রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে যেকোনো ধরনের অসম্পূর্ণ, অসত্য, ভুল বা আংশিক তথ্যের দায়ভার সংশ্লিষ্ট শিক্ষার্থীর। এ সকল ক্ষেত্রে যাচাই-বাছাই সাপেক্ষে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
২। রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য ফরম দাখিলের (submission) পর, সমাবর্তন ফি প্রদান (payment) ব্যতীত রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে না।
৩। রেজিষ্ট্রেশন ফিঃ
-
স্নাতক/স্নাতকোত্তর/এমবিবিএস/বিডিএস যেকোনো একক ডিগ্রির জন্য ৬০০০/= (ছয় হাজার) টাকা।
-
স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রির জন্য ১০,০০০/= (দশ হাজার) টাকা।
-
তৃতীয় সমাবর্তনের পর ডিগ্রি প্রাপ্ত যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ৬০০০ টাকা দিয়ে মূল সনদ উত্তোলন করেছেন তাদের আর কোন ফি লাগবেনা।
৪। যেকোনো মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এবং ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে Payment সম্পন্ন করা যাবে। তবে সকল ফি প্রদানের ক্ষেত্রে ১.৭% প্রসেসিং চার্জ প্রযোজ্য হবে।